শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৯:২৪

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : এরশাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার : এরশাদ

রংপুর : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।  তিনি বলেছেন, বর্তমানে যেভাবে দেশে নির্বাচন হচ্ছে তাতে জনগণের আস্থা নেই।  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু না হলে জঙ্গিবাদের উত্থান হবে।

শনিবার তিনদিনের সফরে রংপুরে  আসেন এরশাদ।  দুপুরে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, মানুষের মাঝে নির্মমতা বেড়েছে।  অতীতে এ রকম নির্মমতা লক্ষ্য করা যায়নি।  সন্ত্রাসীরা অপহরণ ও মুক্তিপণ দাবিতে শিশুদের নির্মমভাবে হত্যা করছে।  অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছে।

তিনি বলেন, জাতীয় পার্টি জনগণের কল্যাণে কাজ করছে।  জনগণ জাতীয় পার্টিকে ভোট দিলে দেশের মানুষের কল্যাণ হবে।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার সদস্য সচিব আশিফ শাহরিয়ার, মহানগর জাপার আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ।
২০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে