রংপুর : বাসের চাপায় মারা গেলেন দুই বেয়াই। সোমবার সন্ধ্যা ৭টার দিকে জেলার তারাগঞ্জের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দুই ঘণ্টা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮) তার মেয়েকে ৩ মাস আগে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী গ্রামের আফছার আলীর (৫৬) ছেলে আজিজুলের সঙ্গে বিয়ে দেন।
সোমবার বিকেলে জামাই বাড়িতে বেড়াতে আসেন সিরাজুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আফছার ও সিরাজুল দুই বিয়াই মিলে বেলতলী মেডিকেল বাজারে চা খেতে যান।
পরে বাড়িতে ফেরার পথে রংপুর-দিনাজপুর মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী সরকার পরিহনের একটি মিনিবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বেয়াই নিহত হন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর সাত্তার জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম