রংপুর : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাথায় গণ্ডগোল আছে বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের নেতারা।
বুধবার দুপুরে রংপুর মহানগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়ার কূটুক্তির প্রতিবাদে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তারা।
১৪ দলীয় জোট নেতারা বলেন, পাকিস্তানের সুরের সাথে খালেদা জিয়ার সুরের মিল রয়েছে। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিরোধী শক্তি। বিএনপি নেত্রীর মাথায় সমস্যা আছে। বাংলাদেশে থেকেও তিনি পাকিস্তানের পক্ষে গান গান। পাকিস্তানের স্বপ্ন পূরণের স্বপ্ন দেখেন বিএনপি নেত্রী।
সমাবেশে মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার আপত্তিকর কটুক্তির প্রতিবাদ জানানো হয়। মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি ও ইতিহাস বিকৃতিরোধে কার্যকরী পদক্ষেপ এবং আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা ১৪ দলের সমন্বয়ক মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সফিয়ার রহমান সাফি, জেলা দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ।
সমাবেশে জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতাসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশ নেন।
২৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম