সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৩:৫২

দজ্জাল শাশুড়ির কুপির আগুনে প্রাণ গেল তাহমিনার

দজ্জাল শাশুড়ির কুপির আগুনে প্রাণ গেল তাহমিনার

রংপুর : তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরাজিত হলেন দজ্জাল শাশুড়ির ছুড়ে দেয়া কুপির আগুনে দগ্ধ গৃহবধূ।  সোমবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে ঢাকায় নেয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পুত্রবধূ তাহমিনা।

অগ্নিদগ্ধ তাহমিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রংপুরের পীরগাছা থানা পুলিশ।

রংপুরে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দাদোন গ্রামে বৃহস্পতিবার রাতে যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে শাশুড়ির ছোড়া কুপির আগুনে অগ্নিদগ্ধ হন তহমিনা খাতুন (২৭)।  

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে শুক্রবার সকালে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  সেখান থেকে ঢাকায় আনার পথে মারা যান তিনি।

এ ঘটনায় পুলিশ তাহমিনার স্বামী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে।

রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ইনচার্জ ডা. মারুফুল ইসলাম মারুফ জানান, তাহমিনার শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে।  রোগীর অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছিল।  কিন্তু যাত্রাপথেই মারা যান তাহমিনা।

পুলিশ ও তহমিনার মা জেবুন্নেছা বেগম জানান, পীরগাছা উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের তফিল উদ্দিনের মেয়ে তহমিনার সঙ্গে দাদোন গ্রামের মনতে আলীর ছেলে মান্নানের ১২ বছর আগে বিয়ে হয়।  বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর-শাশুড়ি তহমিনার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।  যৌতুকের জন্য তাকে নানাভাবে চাপ সৃষ্টি করতেন।

তাহমিনার মামা আব্দুস সামাদ জানান, বিয়ের পর থেকেই তহমিনার ওপর বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন শ্বশুর বাড়ির লোকজন।  দুই মেয়ে মুন্নী (১০) ও মুক্তার (৮) মুখের দিক তাকিয়ে সবকিছু মুখ বুঝে সহ্য করেছিল তহমিনা।  তাতেও শেষ রক্ষা হলো না তার।

রংপুর এএসপি (বি সার্কেল) সাইফুর রহমান সাইফ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় পীরগাছা থানায় একটি মামলা হয়েছে।  অগ্নিদগ্ধ গৃহধূর স্বামী আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।  অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
২৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে