রংপুর : ছাত্রী পরিচয়ে নবজাতককে ফেলে পালালেন এক মা। ঘটনাটি ঘটেছে শনিবার রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে নবজাতকটি স্বাস্থ্য কেন্দ্রের আয়া জাহানারা বেগমের তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।
বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকালে প্রসব বেদনা নিয়ে অ্যানি বেগম (১৮) নামে এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। পরিচয়ে তিনি লিখেন বদরগঞ্জ কলেজের ছাত্রী। তার সাথে বড় বোন পরিচয়ে আরেকজন এসেছিলেন। সন্তান প্রসবের কিছুক্ষণ পর কৌশলে তার বড় বোনসহ হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।
হাসপাতাল ও স্থানীয়দের ধারণা, পিতার পরিচয় না থাকায় ওই ছাত্রী লোকলজ্জার ভয়ে সন্তান রেখেই পালিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিয়া বেগম জানান, বাচ্চাটি সুস্থ রয়েছে। প্রসবের পর মাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা জানান, মেয়েটির সাথে এক ছেলের বিয়ে হয়েছিল। ছেলেটি মেয়েটিকে রেখে ঢাকায় পালিয়ে গেছে। এ কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে।
৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম