রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ০৫:০৩:৩০

এবার গাছের মতো শিকড় গজানো বাবা-ছেলের সন্ধান

   এবার গাছের মতো শিকড় গজানো বাবা-ছেলের সন্ধান

রংপুর : এবার হাতে-পায়ে গাছের মতো শিকড় গজানো বিরল রোগে আক্রান্ত বাবা-ছেলের সন্ধান মিলেছে।  রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল­্লাহপুর কালসারডাড়া গ্রামের তাজুল ইসলাম (৪৮) ও তার ছেলে রুহুল আমিন (১০) এ রোগে দুর্বিষহ জীবনযাপন করছেন।

এর আগে খুলনার পাইকগাছার বৃক্ষমানব আবুল বাজানদারের শরীরে এ রোগ ধরা পড়ে।  তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, তাজুল ইসলাম জন্মের পর থেকেই এ রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।  বংশ পরম্পরায় তারা এ রোগে ভুগছেন বলে জানা গেছে।

জানা যায়, তার বাবা আফাস মুন্সি এ রোগে আক্রান্ত হয়ে মারা যান।  তার বড় ভাই বাছেদ আলীও এ রোগে আক্রান্ত।  কিছুদিন আগে তার দু’পা কেটে ফেলা হলেও হাতে গাছের মতো গজানো শিকড় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

জন্মের ২ মাস পরই তার বাবার হাত ও পায়ের নখগুলো বড় হতে থাকে। ধীরে ধীরে তা গাছের শিকড়ের মতো বের হয়ে আসে।  তাজুল ইসলামের দুই ছেলে রুবেল মিয়া (১২) ও রুহুল আমিন (১০)।  

রুবেল সুস্থভাবে জন্ম নিলেও রুহুল আমিন হাত ও পায়ে বড় বড় নখ নিয়ে জন্মগ্রহণ করে।  দিন যত যাচ্ছে রুহুলের শিকড়ের মতো গজানো নখগুলো বড় হচ্ছে।  বাবা ও ছেলে কখনোই নিজ হাতে খেতে পারেন না বলে জানা গেছে।

রোগটি জন্মগত হওয়ায় তাজুল ইসলাম কোনো কাজ করতে পারেন না।  তাই তিনি ভিক্ষাবৃত্তির পেশা বেছে নিয়েছেন।  ছেলে রুহুল আমিনও এ পেশায় জড়িত।

অভাবের সংসারে তারা চিকিৎসাও করাতে পারছেন না।  ভিক্ষা করেই কোনোরকম বেঁচে আছেন।  তবে রংপুরের বিভিন্নস্থানে বিনামূল্যে চিকিৎসা করিয়েছেন।  তাতে কোনো ফল হয়নি।  চিকিৎসকরা বলেছেন, হাত ও পা কেটে ফেলতে হবে।

তাজুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে সংবাদমাধ্যম কর্মীদের বলেন, যেভাবে বেঁচে আছি বাকি দিনগুলো ভিক্ষাবৃত্তি করিই স্ত্রী-সন্তানদের মুখে দু`বেলা খাবার জোটাবো।  হাত-পা কেটে ফেললে কীভাবে তাদের মুখে খাবার দেব।

তবে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি।  নিজের ও সন্তানের চিকিৎসার ব্যয়ভার বহন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন তাজুুল ইসলাম।
৬ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে