সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২৫:৫০

এবার ছাত্রীর চুলের খোঁপা ধরে পেটালেন শিক্ষক

এবার ছাত্রীর চুলের খোঁপা ধরে পেটালেন শিক্ষক

রংপুর : এক ছাত্রীর চুলের খোঁপা ধরে পিটিয়েছেন শিক্ষক।  ঘটনাটি ঘটেছে রংপুরের তাজহাট উচ্চ বিদ্যালয়ে।  নবম শ্রেণির ওই ছাত্রীকে চুলের খোঁপা ধরে পেটানোর অভিযোগে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আতাউর রহমান খাঁনের বিরুদ্ধে।বিক্ষুব্ধ জনতা সোমবার দুপুরে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

ঘটনাটি গত বুধবার ঘটলেও কয়েকদিন পর বিষয়টি জানাজানি হয়।  এ ঘটনার শিকার ছাত্রী মেরিনা আক্তার প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র চক্রবর্তীর কাছে বিচার চাইলে তিনি ওই ছাত্রীর উপবৃত্তি বন্ধ করে দেয়ার হুমকি দেন।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা করেছে।

ওই ছাত্রী সাংবাদিকদের জানায়, নগরীর তাজহাট উচ্চ বিদ্যালয়ে অন্য দিনের মত বুধবার সে ক্লাসে যায়।  এসময় ইংরেজি শিক্ষক আতাউর রহমান খাঁন তার বিরুদ্ধে অমনোযোগীর অভিযোগ এনে তার চুলের খোঁপা ধরে পেটায়।

তিনি জানান, বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি উল্টো মেরিনার উপবৃত্তি বন্ধের হুমকি দেন।  এরপর সহপাঠীদের সহযোগিতায় রোববার প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয় সে।  বিষয়টি জানাজানি হয়ে গেলে সোমবার অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জনান, তার ক্লাসে এ ধরনের ঘটনা অহরহ ঘটে।  কয়েকদিন আগে এক ছাত্রীর বোরখা টেনে ধরে বিব্রত অবস্থায় পড়েছিলেন তিনি।

এ ব্যাপারে প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র চক্রবর্তী বলেন, ছাত্রী পেটানোর ঘটনা শুনেছি।  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে ব্যবস্থা নেয়া হবে।
৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে