রংপুর : হাতে-পায়ে গাছের মতো শিকড় গজানো বিরল রোগে আক্রান্ত বাবা তাজুল ইসলাম (৪৮) ও তার ছেলে রুহুল আমিনের (১০) চিকিৎসা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। তাদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান। তিনি বলেন, বিরল রোগে আক্রান্ত তাজুল ইসলাম ও তার ছেলে রুহুল আমিনকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
খুলনার পাইকগাছার আবুল বাজনদারের মতোই তাজুল ও রুহুলের শরীরে এ বিরল রোগের লক্ষণ থাকতে পারে বলে ধারণা করছেন ডা. জিয়াউর রহমান। তিনি বলেন, বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে আরো দু’একদিন সময়ে লাগবে। এজন্য বৃক্ষমানব বাবা-ছেলেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে।
বিরল রোগে আক্রান্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর কালসারডাড়া গ্রামের তাজুল ইসলাম (৪৮) ও তার ছেলে রুহুল আমিন (১০)।
৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম