ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের চলমান সঙ্কট উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে হবে।
শনিবার সকালে রংপুরে নিজ বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, আমি ক্ষমতা ছেড়ে দেয়ার পর একটা সংসদও কার্যকর হয়নি। প্রত্যেক সংসদে বিরোধী দল অনুপস্থিত ছিল।
তিনি বলেন, আন্দোলনে গাড়ি পোড়ানো, মানুষ মারা এটা কোনো সমাধানের পথ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসেনি।
এরশাদ বলেন, আমি ক্ষমতা ছেড়ে দেয়ার পর গণতন্ত্রের কবর হয়েছে। নির্বাচন হলে একজন জিতবে আরেকজন হারবে এটাই নিয়ম। কিন্তু এটা আমরা মানি না। যাহোক তালগাছটা যে আমার।
১৪ মার্চ,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম