রংপুর : মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে ফলাফল বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার দুপুরে রংপুরে এ হামলার ঘটনার খবর পাওয়া গছে।
এ সময় আন্দোলনকারীদের মধ্যে এক শিক্ষার্থীকে ‘শিবিরকর্মী’ সন্দেহে পুলিশ ভ্যানে ওঠানো হলেও পরে অভিভাবকদের চাপের মুখে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনার পর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালনকালে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বলে। পরে তারা প্রেসক্লাবের বারান্দায় উঠেন। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন।
এতে সাইমুন ও হবি নামে দুই শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মোখলেছুর রহমান, মাসুম, কথা, তিশা প্রমুখ। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ব্যবসায়ী নেতা রেজাউল ইসলাম মিলন অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা সকাল থেকে সামনের সড়ক অবরোধ করলে প্রেসক্লাব ভবনের নিচের দোকানদাররা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তীব্র যানজটের কারণে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে মাত্র।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ নজরধারী করছে।
২৩ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর