রংপুর : রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী, বাকিরা পুরুষ। এই ঘটনায় কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালিতে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানান। তিনি বলেন, তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে।
ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কর্মীরা পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওসি আব্দুল লতিফ মিয়া। এ ঘটনায় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস