রংপুর : একসঙ্গে জন্ম নেয়া পাঁচ নবজাতকের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মা ও অপর দুই নবজাতক সুস্থ আছেন।
বৃহস্পতিবার বিকেল চারটা ৫৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই নবজাতক ও গতকাল বুধবার গভীর রাতে আরো এক নবজাতকের মৃত্যু হয়।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামের শেরেকুল ইসলামের স্ত্রী আরজিনা বেগম (৩০) একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন।
আজ বিকেলে আরজিনার দেবর সাব্বির মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে আরজিনা বেগমের প্রসববেদনা উঠলে বিকেল পাঁচটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত নয়টার দিকে অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।
তিনি বলেন, পাঁচ সন্তানের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। এদের মধ্যে একটি মেয়েসন্তান বুধবার রাত সাড়ে তিনটার দিকে ও দুটি ছেলেসন্তান আজ বিকেলে মারা যায়।
আরজিনা বেগমের অস্ত্রোপচারকারী চিকিৎসক সিরাজুম মুনিরা তিন নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আরজিনা যখন হাসপাতালে ভর্তি হন তখন তার শারীরিক অবস্থা অস্বাভাবিক ছিল। পরীক্ষা-নিরীক্ষা করে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। অস্ত্রোপাচারে পাঁচটি শিশুর জন্ম দেন তিনি।
২১ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এসপি/এমএন