মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬, ০৬:০৫:১৫

সুবিধাবাদীদের বিষয়ে পল্লী নিবাসে যা বললেন এরশাদ

সুবিধাবাদীদের বিষয়ে পল্লী নিবাসে যা বললেন এরশাদ

রংপুর : প্রধানমন্ত্রীর বিশেষ দূত, জাতীয় পার্র্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে সুবিধাবাদীদের কোনো স্থান নেই।

তিনি বলেন, ক্ষমতার লোভে কিছু লোক অন্য দল থেকে জাতীয় পার্টিতে এসেছিল।  সুবিধা না পাওয়ায় তারা জাতীয় পার্টি ছেড়ে চলে গেছে।

জাতীয় পার্টির তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের আরো সুসংগঠিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এরশাদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে তৃণমুল পর্যায়ের কর্মী-সমর্থকরা।  তৃণমুল যদি সুসংগঠিত না হয় তাহলে সে দল শক্তিশালী হয় না।

মঙ্গলবার নগরীর দর্শনায় নিজ বাসভবন 'পল্লী নিবাস’-এ রংপুর মহানগর জাতীয় মটর শ্রমিক পার্টির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জাতীয় মটর শ্রমিক পার্টির নেতাকর্মীদের সংগঠনকে আরো শক্তিশালী করার নির্দেশ দেন।

সাক্ষাৎকালে জাতীয় পার্টি রংপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক এমপি আলহাজ মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্যসচিব সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে