রংপুর : মুখ খুললেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। শিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, নাস্তিক আখ্যা দিয়ে হত্যা করা ইসলাম সমর্থন করে না। কেউ যদি অপরাধীও হয়, সেই অপরাধীর বিচার নিজের হাতে তুলে নেয়ার অধিকার ইসলাম দেয় না।
মঙ্গলবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইসলাহুল মোসলেমিন পরিষদ বাংলাদেশ আয়োজিত গণবিয়ে অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাওলানা মাসউদ বলেন, মানুষকে সচেতন করার জন্য সন্ত্রাসবিরোধী একটি ফতোয়ায় এক লাখ আলেমের স্বাক্ষর গ্রহণ চলছে। ইসলামের নামে যা হচ্ছে তা ইসলামবিরোধী। আলেম ওলামারা মানুষের মাঝে তা বললে সচেতনতা সৃষ্টি হবে। এরই মধ্যে ৭৬ হাজার আলেম এতে স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, কয়েকদিনের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন, রাজধানীর কলাবাগানে দুজনকে কুপিয়ে হত্যা আমাদের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। দেশে ইসলামের নামে সন্ত্রাস-খুন চলছে। ইসলাম কখনো এরকম খুন পছন্দ করে না।
মাওলানা মাসউদ বলেন, কেউ যদি অপরাধী হয় তার জন্য আদালত আছে সেখানে বিচার হবে, প্রমাণ হলে সাজা হবে। ইসলামের নামে এ ধরনের খুন কাম্য নয়।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী ফতোয়ায় এক লাখ আলেম স্বাক্ষর দেয়ার পর এর কপি জাতিসংঘ, ওআইসি এবং দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
এর আগে গঙ্গাচড়া কাসিমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে ২৬ জন তরুণ-তরুণীর গণবিয়ে অনুষ্ঠিত হয়। নববিবাহিতদের প্রত্যেক জুটিকে একটি করে ছাগল, সেলাই মেশিনসহ নগদ অর্থ প্রদান করা হয়।
২৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম