রংপুর : পুলিশের বিশেষ অভিযানে রংপুরের ৮ উপজেলায় ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত থাকায় তাদেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত থেকে অভিযান চালিয়ে রোববার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।
আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর পুলিশের বিশেষ টিম তাদের গ্রেফতার করে। তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস