রংপুর : পা দিয়ে লিখে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন স্বপ্ন দেখছে নিশাত। নিজের ইচ্ছাশক্তি, মা-বাবা এবং শিক্ষকদের অনুপ্রেরণায় সফলতা পেয়েছেন তিনি।
রংপুর শহরের মাহিগঞ্জ খোর্দ্দ রংপুর গ্রামের ছাবিলা আক্তার নিশাতের জন্মগতভাবে দুটি হাত ও দুটি পা বাঁকা ছিল। কোনো শক্তি পেতেন না তিনি।
কিন্তু এরপরও দমে যাননি নিশাত। দৃঢ় মনোবলে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন তিনি। প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও ভালো ফল করেছেন তিনি।
এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-২.৮৩ পেয়েছেন। তিনি খোর্দ্দ রংপুর গ্রামের শাহজাহান মিয়া ও রোকসানা বেগমের একমাত্র মেয়ে।
বাবা শাহজাহান মিয়া জানান, জন্মের পর থেকেই নিশাতের হাত-পা বিকলাঙ্গ। অনেক কষ্ট করে অন্যের সাহায্যে হাঁটাচলা করে সে। খাওয়া-দাওয়াও একইভাবে। চিকিৎসা করানোর পরও কোনো কাজ হয়নি।
তিনি জানান, প্রতিবন্ধী হওয়ার পরও লেখাপড়ার প্রতি তার বেশ আগ্রহ। তার আগ্রহ দেখেই আমরা তাকে স্কুলে ভর্তি করি। নিশাতের মা রোকসানা বেগম মেয়েটিকে স্কুলে আনা-নেয়া করে।
নিশাত বলেন, হাত দিয়ে লিখতে পারি না। অনেকে টিটকারি করতো। মাঝে মাঝে খারাপ লাগে। আমি তাদের বলি- পা দিয়ে লিখে পরীক্ষায় ভালো ফল করব। পড়ালেখা করে আর দশটা মানুষের মতো মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
১২ মে,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম