রবিবার, ০৫ জুন, ২০১৬, ১০:৪৭:৩৮

শেষ ধাপে জাপার সেরা চমক!

শেষ ধাপে জাপার সেরা চমক!

রংপুর : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে রংপুরে সেরা চমকটা দেখিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দুটি উপজেলার ১০ ইউনিয়নের ৪টিতে চমক দেখিয়েছে দলটি। ভোটগণণা শেষে শনিবার রাতে ঘোষিত ফলাফলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৩টি এবং সদর উপজেলার ১টিতে লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত তিনজন ও স্বতন্ত্র তিন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে সুলতানা আক্তার কল্পনা (জাতীয় পার্টি), গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী কামরুজ্জামান প্রামাণিক লিপটন (স্বতন্ত্র), কোলকোন্দ সোহরাব আলী রাজু (আওয়ামী লীগ), বড়বিল আফজালুল হক রাজু (স্বতন্ত্র), গঙ্গাচড়া সদরে আল সুমন আবদুল্লাহ (স্বতন্ত্র), লক্ষীটারী আবদুল্লাহ আল হাদী (জাতীয় পার্টি), গজঘণ্টা ডা. আজিজুল ইসলাম (জাতীয় পার্টি), মর্ণেয়া মোছাদ্দেক আলী (আওয়ামী লীগ), আলমবিদিতর আফতাবুজ্জামান (জাতীয় পার্টি) এবং নোহালী ইউনিয়নে আবুল কালাম আজাদ টিটুল (আওয়ামী লীগ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে প্রথম থেকে পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এরশাদের ঘাটিখ্যাত রংপুরে জাতীয় পার্টির প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীদের কাছে একেবারে নাস্তানুবাদ হয়েছেন। কেউ কেউ হারিয়েছেন জামানতও। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার নির্বাচনী এলাকা গঙ্গাচড়াতে জাতীয় পার্টির প্রার্থীদের এমন চমক দেখে খুশি লাঙ্গল প্রিয় এরশাদ ভক্তরা। তারা বলছেন, মন্ত্রী রাঙ্গার কারণে শেষ সময়ে একটু হলেও সম্মান রক্ষা হলো তাদের।
৫ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে