রংপুর : ঈদগাহে বক্তব্যকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও রংপুর-৫ মিঠাপুকুর আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। তাকে রংপুর সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকালে মিঠাপুকুরে ঈদের নামাজ শেষে বক্তব্য দেয়ার সময় মাইকের তারের সঙ্গে বিদ্যুতের লাইন জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, এইচ এন আশিকুর রহমান সকাল সাড়ে ৮টায় রংপুরের মিটাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামে তার গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় শেষে বক্তব্য রাখছিলেন। এ সময় মাইকের তারের সাথে বিদ্যুতের লাইন জড়িয়ে গেলেতিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন।
এইচ এন আশিকুর রহমানের ডান হাতের একটি আঙ্গুল পুড়ে গেছে। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে রংপুর সিএমএইচ-এভর্তি করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/এমআর/এসএম