শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০৯:৫৮

এসব ভেবে মনটা ভালো নেই : এরশাদ

 এসব ভেবে মনটা ভালো নেই : এরশাদ

রংপুর : দেশের পরিস্থিতিতে ঈদের দিনেও মন ভালো নেই জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের।

শুক্রবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত আদায়ের আগে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, আজ রাজন-রাজিবের কথা খুব মনে পড়ছে।  মনে পড়ছে ওদের মায়ের আহাজারির কথা।  ঈদের দিনে রাজনের মা, রাজিবের মা সন্তানের জন্য অপেক্ষা করছে।  কিন্তু ওরাতো আর ফিরে আসবে না।  এসব ভেবে মনটা ভালো নেই।

জাপা চেয়ারম্যান বলেন, সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে।  সমাজে শান্তি ফিরে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।  আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দেশকে রক্ষা করেন।

এরশাদ বলেন, আমার বলার কিছু নেই।  আপনারা আমার জন্য দোয়া করবেন।  আমি যেন আপনাদের সেবা করতে করতে পারি।  বারবার ঈদে ছুটে আসতে পারি।

ঈদগাহ মাঠ থেকে শুভেচ্ছা বিনিময় শেষে মুন্সিপাড়া কবর স্থানে যান এরশাদ। সেখানে তার মা-বাবা-ভাইসহ পরিবার পরিজনের কবর জিয়ারত করেন তিনি।

পবিত্র মক্কায় হজ পালনের সময় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান এরশাদ।

ঈদের জামাতে অন্যদের মধ্যে জাপার প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক, জেলা ও দায়রা জজ, জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ রংপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শরিক হন।

২৫ সেপ্টেম্বর/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে