রংপুর : রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়, স্বপদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-বাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এর আগে গত ২১ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটির করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে পূর্ণমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীকে উপমন্ত্রীর মর্যাদা দেয়া হয়।
২৯ জুন,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম