রংপুর : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ কটূক্তি মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তার নাম আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী (১৯)। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
জোনায়াদের বাড়ি রংপুর নগরীর মাহিগজ্ঞ শেঠিয়ার মোড় এলাকায়।
কোতয়ালি থানার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনজু জানান, জোনায়েদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে বেশকিছু আপত্তিকর ও অশালীন মন্তব্য তার স্ট্যাটাসে উল্লেখ করে।
ফেসবুকের আইডিতে তিনি এক জায়গায় লিখেছেন, ‘আমি (আরিফ ফয়সাল জোনায়েদ চৌধুরী) যদি জঙ্গি হতাম তাহলে সর্বপ্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিম্মি করতাম’।
বিষয়টি স্থানীয় লোকজন ফেসবুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, জোনায়েদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে পুলিশের একজন কর্মকর্তা জানান, জোনায়েদ জঙ্গি সংগঠনের সঙ্গে সংপৃক্ত কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম