রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস চাপায় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছে। নিহত অপরজন ভ্যান চালক। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
শুক্রবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কের জিগাতলা অংশে এ দুর্ঘটনা ঘটে। রংপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকেলে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা অংশে যাত্রীবাহী একটি বাস দুইটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইটি অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়। নিহত সবাই একই পরিবারের সদস্য।
নিহতরা হলেন শাহানাজ পাভীরন (২২), শহীদুল ইসলাম (৪০), রওশন আরা বেগম (৫০), দুলালী বেগম (৩০) ও মুস্তাকিন (৪)। ভ্যান চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতদের সবার বাড়ি তারাগঞ্জে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।
০৯ জুলাই, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম