রংপুর : রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্ট ও শোলাকিয়ায় জঙ্গি হামলার জন্য সরকারের গোয়েন্দা বিভাগকে সরাসরি দায়ী করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেছেন, গোয়েন্দারা জঙ্গি হামলার ব্যাপারে আগাম তথ্য দিতে ব্যর্থ হওয়ায় পুলিশসহ বিপুল সংখ্যক বিদেশি নাগরিককে জীবন দিতে হয়েছে।
রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জঙ্গিরা অস্ত্র নিয়ে কীভাবে সেখানে প্রবেশ করলো, তার খবর কেন গোয়েন্দারা রাখতে পারলো না, এর জবাব কে দেবে তা জানতে চাইলেন এরশাদ।
এসময় তিনি গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর অনুরোধ জানান। এরশাদ বলেন, যাদের কারণে সারা বিশ্বে আমরা বদনামের ভাগী হলাম তাদের বাদ দিন। নতুন লোক দিন।
রোববার তিনদিনের ব্যক্তিগত সফরে রংপুরে এসে নগরীর দর্শনা মোড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরমাদ।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, দেশে জঙ্গিদের উত্থানের মূল কারণ হচ্ছে বেকারত্ব। দেশের বিপুল সংখ্যক শিক্ষিত জনগোষ্ঠী আজ বেকার।
তিনি বলেন, তারা পরিবার আর সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা না হলে এরাও জঙ্গি হবে।
এ সময় তিনি জঙ্গি হামলার ঘটনায় বিদেশি বিনিয়োগ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। এরশাদ বলেন, বিশেষ করে ইতালি সরকার এ দেশে আর কোনো বিনিয়োগ করবে বলে আশা করা যায় না।
তিনি বলেন, এ সরকার জঙ্গি দমনে পুরোপুরি ব্যর্থ। এর দায়ভার তাদেরই নিতে হবে।
১০ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম