রংপুর : ঈদের নামাজ আদায় শেষে বক্তব্য দেয়ার সময় মাইকের তারে বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান ওইদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। এ ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
রোববার ভোরে ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে এইচ এন আশিকুর রহমান এমপি তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামে বক্তব্য রাখতে গিয়ে মাইকের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে রংপুর সিএমএইচে ভর্তি করে।
মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ওই ঘটনার পর মিঠাপুকুর থানা পুলিশ তদন্ত শেষে এসআই এস এম আব্দুর রাজ্জাক বাদী হয়ে মাইকের অপারেটর মো. আরিফুল ইসলামসহ (৩২) তিনজনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পুলিশ রোববার ভোরে মামলার আসামি মাইকের অপারেটর মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।
এদিকে রোববার দুপুরে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) রংপুরের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ (বিশেষ শাখা) আব্দুল্লাহ আল ফারুকসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গ্রেফতার হওয়া মাইক অপারেটর মো. আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থল মিঠাপুকুরের ফরিদপুর গ্রাম পরিদর্শন করেন।
বিষয়টি মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর নিশ্চিত করেন।
২৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর