রবিবার, ১৭ জুলাই, ২০১৬, ০৪:৩৬:৫৭

স্কুলের শ্রেণিকক্ষে চলছে পরীক্ষা, মাঠে চলছে সার্কাস ও নাচ-গান

স্কুলের শ্রেণিকক্ষে চলছে পরীক্ষা, মাঠে চলছে সার্কাস ও নাচ-গান

রংপুর থেকে : বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছে মাধ্যমিক স্তরের দ্বিতীয় সাময়িক পরীক্ষা। অন্যদিকে বিদ্যালয়ের মাঠেই বসেছে মেলা। মেলার নামে সার্কাস ও ট্রেন ঘুরানোসহ বিভিন্ন খেলা ও উচ্চ শব্দে গান-বাজনা। গোটা মাঠে টিন দিয়ে ঘিরে বানানো হয়েছে স্টল।

প্রতিদিন সহস্রাধিক মানুষ ভিড় করছেন মেলায়। হরেক রকমের পণ্যের সমাহার নিয়ে বেচা-কেনা চলছে ক্রেতা-বিক্রেতার মধ্যে। সকাল-বিকাল দুই ধাপে ৫ শতাধিক শিক্ষার্থী ঠিকভাবে খাতায় মন বসাতে পারছে না শব্দ দূষণের জ্বালায়। এমনই দৃশ্য চোখে পড়েছে রংপুরের মিঠাপুকুরে পদাগঞ্জ স্কুল এন্ড কলেজে।

এলাকাবাসী জানান, প্রায় ৬ বছর ধরে আমের মৌসুমে ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের মাসব্যাপী মেলা বসানো হয় পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে। প্রথম দুই এক বছর জমজমাট ছিল হাড়িভাঙ্গা আমের মেলা। ক্রেতা-বিক্রেতায় মুখরিত থাকতো মেলা প্রাঙ্গণ। এরই সুযোগে স্থানীয় একটি প্রভাবশালী মহল মেলায় সার্কাস ও নানা ধরনের খেলার আয়োজন শুরু করে। এর ফলে ধীরে ধীরে ঐতিহ্য হারাতে বসেছে হাড়িভাঙ্গা আমের মেলা। আমের মেলাকে পুঁজি করে প্রভাবশালীরা প্রতিবছর সার্কাস, যাত্রা, জুয়া, লটারি ও নানা রকম খেলার আয়োজন করছে। লিখিতভাবে লিজ নিয়েছে পদাগঞ্জ স্কুল এন্ড কলেজের মাঠ। এবারেও গত ১১ জুলাই শুরু হয়েছে এই মেলার।

সরেজমিনে গতকাল শনিবার সকালে মেলায় গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ে শ্রেণিকক্ষে চলছে দ্বিতীয় সাময়িক পরীক্ষায়। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সপ্তম, অষ্টম ও ১০ম শ্রেণির। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির পরীক্ষা।

কয়েকজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে মাইকে গান বাজানো হচ্ছে। এতে, আমরা পরীক্ষার খাতায় মন বসাতে পারছি না। স্থানীয় আজাহার আলী বলেন, আমকে কেন্দ্র করে মেলা বসানো হলেও আমের একটি স্টলও নেই। মেলায় সার্কাস, ট্রেন ঘুরানো, জুয়া ও লটারি খেলার আয়োজন করা হয়েছে।

পদাগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার বলেন, স্থানীয়দের চাপের মুখে মাঠ ব্যবহারের লিখিত অনুমতি দিয়েছি। মেলা কমিটির সভাপতি ফিদ্দু মিয়া বলেন, এই মেলা কয়েক বছর থেকে চলে আসছে। এবারেও মেলার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন-অর-রশীদ বলেন, বিষয়টি আমি জানতাম না। আমি ব্যবস্থা গ্রহণ করবো। -ইত্তেফাক
১৭ জুলাই ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে