সোমবার, ১৮ জুলাই, ২০১৬, ০৩:৩১:৪৬

ঝর্ণা রানীর হাতে পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে লেখা চিঠি

ঝর্ণা রানীর হাতে পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে লেখা চিঠি

রংপুর : এবার রংপুর নগরীর আদর্শপাড়া আনন্দময়ী সেবা আশ্রমের পুরোহিত বিজয় চক্রবর্তীকে হত্যার হুমকি ও ২০ হাজার টাকা চেয়ে চিঠি দেয়া হয়েছে।

সোমবার সকালে মন্দিরেরর দরজা খুলে হলুদ খামে চিঠিটি পান মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোহন্ত।  বিজয় নগরীর শালবন বোতলা এলাকার বিপিন চক্রবর্তীর ছেলে।

চিঠিতে বিজয় চক্রবর্তীকে বলা হয়েছে, তার সময় শেষ।  বাঁচতে চাইলে দিতে হবে ২০ হাজার টাকা।
 
পুরোহিত বিজয় চক্রবর্তী বলেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল।  এ কারণে মন্দিরে যেতে দেরি হচ্ছিল।  এ সময় মন্দিরের কাজে নিয়োজিত ঝর্ণা রানী মোবাইল ফোনে জানায়, হলুদ খামে ভরা একটি চিঠি এসেছে।

তিনি বলেন, এরপর মন্দিরে এসে চিঠিটি খুলে দেখি কে বা কারা আমাকে হত্যার হুমকি ও ২০ হাজার টাকা চেয়েছে।  বিষয়টি সঙ্গে সঙ্গে কোতয়ালি থানার ওসিকে জানানো হয়।  পরে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এ বিষয়ে পুরোহিত একটি জিডি করেছেন।  বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
১৮ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে