রবিবার, ২৪ জুলাই, ২০১৬, ০৪:৩৩:৩০

নারী বিচারককে আপত্তিকর এসএমএস, আসামির ৭ বছরের জেল

নারী বিচারককে আপত্তিকর এসএমএস, আসামির ৭ বছরের জেল

রংপুর : নারী বিচারককে আপত্তিকর এসএমএস পাঠানোয় এক আসামিকে ৭ বছরের জেল দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।  

রংপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কামরুন্নাহার কাকলীকে মোবাইলে আপত্তিকর এসএমএস পাঠানোর দায়ে রেজওয়ানুল হক রিপনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল।

রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম এ দণ্ড দেন। বিচারক তার রায়ে রিপনকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন।

রায় ঘোষণাকালে জেলহাজতে থাকা রিপনকে আদালতে হাজির করা হয়।  রিপন রংপুরের বাগপুরের পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার এজাহারে জানা যায়, মশিউর রহমানসহ ৪ জনের বিরুদ্ধে আসামি রেজওয়ানুল হক রিপন রংপুর আদালতে দুটি মামলা করেন।  ওই মামলায় রিপন বাদী হলেও মশিউরের জামিনের জন্য বিচারক কামরুন্নাহার কাকলীর মোবাইলে ২০১৫ সালের ১০ ও ১২ মে কিছু মানহানিকর ও আপত্তিকর এসএমএস পাঠান এবং তাকে জামিন দেয়ার জন্য অনুরোধ করেন।  

ওই ঘটনায় বিচারক কাকলী রংপুরের কোতয়ালি থানায় ১২ মে মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে কোতয়ালি থানার উপ-পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ ওই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।  ২৬ অক্টোবর আসামি রেজওয়ানুল হক রিপনের বিরুদ্ধে আভিযোগ গঠন করেন আদালত।  

মামলাটির বিচারকার্য চলাকালে ১০ জনের সাক্ষ্যগ্রহণ নেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নজরুল ইসলাম শামীম।  আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক কুমার বিশ্বাস।
২৪ জুলাই,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে