সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আবুল কামাল আজাদকে পিটিয়ে হত্যা করেছে দেনাদার মোমিনুল ইসলাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বাজারে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত আব্দুল হামিদে ছেলে।
গ্রেফতাররা হলেন, একই গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো. রনি।
নিহত মুক্তিযোদ্ধার ছেলে আক্তারুল ইসলাম জানান, বাবা ঘোনা বাজারে একটি রড সিমেন্টের দোকান আছে। স্থানীয় মোমিনুল বাবার দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল বাকি নেয়। তিনি টাকা দিতে নানা সময় টালবাহানা করতে থাকেন।
সোমবার রাত ৯ টার দিকে ঘোনা বাজারে বাবা মোমিনুলের কাছে পাওনা টাকা চায়। এতে মোমিনুল ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধড়ক মারপিট করে আহত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে বাবা মারা যায়।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করার পর তিনি মারা যান। এ ঘটনায় সাতজনকে আসামী করে একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/প্রতিনিধি