বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ১১:৫০:২৫

প্রচণ্ড গরমে ডাবের পানি নিয়ে শ্রমিকদের পাশে এমপি

প্রচণ্ড গরমে ডাবের পানি নিয়ে শ্রমিকদের পাশে এমপি

সাতক্ষীরা থেকে : মিরাকল নয়; সত্যি ঘটনা। শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, রাস্তায় ক্ষুধার্ত মানুষ ধরে খাওয়ানোর পর এবার প্রচণ্ড গরমে খেঁটে-খাওয়া শ্রমিকদের পাশে ঠাণ্ডা ডাব নিয়ে দাঁড়িয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

বুধবার ফুলতলা বাসস্ট্যান্ডে প্রচণ্ড তাপদাহে পিপাসার্ত ভ্যানচালক ও অন্যান্য শ্রমিকদের ঘাম মুছে দিয়ে তাদের ঠাণ্ডা ডাব খাওয়ান তিনি। শ্রমিকরা বলছেন, এমন ঘটতে পারে তারা ভাবতেও পারেননি এর আগে কখনো। হঠাৎ এমপিকে কাছে পেয়ে এবং তাদের প্রতি আন্তরিকতা দেখে শত শত ভ্যানচালক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জগলুল হায়দার এর জন্য মন থেকে দোয়া করেন।

জগলুল হায়দার বলেন, জনপ্রতিনিধি হিসেবে সবার ভাল-মন্দ দেখার চেষ্টা করে যাচ্ছি। প্রচণ্ড গরমে শ্রমিক ভাইদের একটু ঠাণ্ডা পানি অনেক উপকার হবে। এই তাপদাহে রোদে বেশিক্ষণ থাকলে পানিশূন্যতাসহ নানা রোগ দেখা দিতে পারে। তাই স্বল্প পরিসরে কয়েক শ’ শ্রমিককে ডাবের ঠাণ্ডা পানি খাওয়ালাম।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে