সাতক্ষীরা থেকে : শ্রমিকদের সাথে মাটি কাটার পর এবার এক ভিক্ষুকের বাড়িতে ইফতার করলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। গতকাল শুক্রবার আয়েশা বিবি নামের এক বৃদ্ধা ভিক্ষুকের বাড়িতে ইফতার করেন তিনি।
জানা গেছে, গতকাল ইফতারের আগে শ্যামনগর সদরের সন্নিকটে সুন্দরবন গুচ্ছগ্রামে ভিক্ষুক আয়েশা বিবির বাড়িতে ইফতারি নিয়ে হাজির হন এমপি জগলুল হায়দার। পরে আশপাশের মানুষকে নিয়ে ওই বাড়িতে ইফতার করেন তিনি।
তার বাড়িতে এমপি ইফতার নিয়ে হাজির হওয়ায় ভীষণ আনন্দিত হন আয়েশা বিবি। শুধু তাই নয়, আয়েশা বিবির বাড়িতে বসে ইফতার করেন এমপি জগলুল হায়দার। আয়েশা বিবির যে টিনের ঘরের সামনে ইফতারের আয়োজন বসে, সেটিও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্মাণ করা হয়।
টিন শেডের বাড়িটি বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ৮০০০০/- টাকা ব্যয়ে নির্মাণ করে দেয়া হয়েছে। ইফতার পূর্ববর্তী মোনাজাতে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস