সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা উপজেলা ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদ উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান সদস্যদের মধ্য এক হাজার আম গাছের চারা বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় ইউপি হল রুমে এক আলোচানা সভা অনুষ্টিত হয়। খলিলনগর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর সভাপতিত্বে অনুষ্টিত আলোচানা সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান। বক্তৃতা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইউপি সচিব সেখ রেজাউল করিম, ইউপি সদস্য লিয়াকত মোড়ল। আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, ক্লাব ও সমবায় সমিতির সদস্যদের মধ্য এক হাজার আম গাছের চারা বিতরন করা হয়।
১৫ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস