শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ০৮:৫২:২৬

তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদককে দল থেকে সাময়িক অব্যহতি

তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদককে দল থেকে সাময়িক অব্যহতি

সেলিম হায়দার, তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়লকে দল থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, শুক্রবার (২৮জুলাই) সকালে তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা চলাকালীন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল সভায় দলীয় শৃংখলা বিরোধী কার্যক্রম প্রদর্শিত করে ।

পরে উপজেলা বিএনপির জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে কেন তাকে  দল থেকে বহিস্কার হবে না মর্মে কারন দর্শানো নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত না হওয়া পর্যন্ত দলীয় সকল কর্মকান্ড পরিচালনা থেকে তাকে অব্যহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত করা হয়েছে।   
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে