শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭, ০২:১৫:৪৫

মধ্যরাতে মেয়ের ডাকে সাড়া দিয়ে ঘরে যুবক, অতঃপর…

 মধ্যরাতে মেয়ের ডাকে সাড়া দিয়ে ঘরে যুবক, অতঃপর…

নিউজ ডেস্ক : সাতক্ষীরা পৌরসভার ৫ ওয়ার্ড মিয়া সাহেবের ডাঙ্গা এলাকার নূরুল হকের মেয়ে সাথী বেগম (২৮) ধুলিহর জাহানাবাজ এলাকার আব্দুর সালামের ছেলে বাইদুল্লাহ (২২) আপত্তিকর অবস্থায় ধরা পড়ে।  ছেলে বুধবার মধ্যরাতে মেয়ের ডাকে সাড়া দিয়ে তার বাড়িতে আসে এক পর্যায়ে মধ্য রাতে এলাকাবাসি আপত্তিকর অবস্থায় তাদের দেখতে পেয়ে আটকে রাখে ।

সকালে পুলিশের খবর দিলে সদর থানার এস আই অনুপ, এ এস আই হামিদ, এবং একজন কনেস্টবল নিযে ঘটনা স্থলে পৌছায় পরে দশ হাজার টাকায় দপা রফা করে ১ লক্ষ ৯ হাজার

৯৯৯ টাকা দেন মহর বেধে বিয়ের সিধ্যান্ত দেয় পুলিশ।  পরে এলাকাবাসি থেকে দুজনের বিয়ে দিয়ে দেয়।  এলাকাবাসী জানান স্বামী পরিত্যাক্তা মেয়ে সাথীর আগের পক্ষ্যের ৮ বছরের একটা ছেলে সন্তান রয়েছে ।

সে ইডা সংস্থায় এবং ছেলে বাইদুল্লাহ ব্রেকিং দ্যা সাইলেস এনজিওতে চাকরি করে, চাকরি সুবাদে তাদের সম্পর্ক গড়ে ওঠে আর সে সুবাদে দীর্ঘ দিন যাবদ তারা অবৈধ্য ভাবে মেলা মেশা করে আসছিল।  এ বিষয়ে মেয়ের ভাই মিজান জানান নগদ ১০ হাজার টাকার বিনিময়ে পুলিশ এ ঘটনা মিমাংশা করে চলে যায়।  তবে এ ঘটনা পুলিশের সদর থানার এস আই অনুপ কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা খবর পেযে ঘটনা স্থানে যায় ছেলে এবং মেয়ের পরিবারের পক্ষ থেকে তাদের বিবাহের আয়োজন করেন ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে