সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ১০:২১:৩৮

কৃষকদের সঙ্গে নিজ হাতে ধান কেটে আলোচনায় এমপি জগলুল!

কৃষকদের সঙ্গে নিজ হাতে ধান কেটে আলোচনায় এমপি জগলুল!

নিউজ ডেস্ক : জনকল্যাণমূলক কাজের জন্য বেশ আলোচিত এমপি জগলুল হায়দার। শ্রমিকদের সঙ্গে মাটি কাটা, ভিক্ষুকের সঙ্গে ইফতার,মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের খোঁজ-খবর নেয়াসহ নানা কাজে প্রশংসা কুড়িয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এই এমপি।

এবার তিনি আবারো আলোচনায় আসেন কৃষকদের সঙ্গে ধান কেটে। গত শুক্রবার শ্যামনগর সদরের কাশিপুর মুণ্ডাপাড়া থেকে ফেরার পথে জগলুল হায়দার লক্ষ্য করেন খ্যাগড়াদানা গ্রামে কৃষকরা জমিতে পাকা ধান কাটছেন এবং ক্ষেতে ধান মাড়াই করছেন। তিনি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে জমিতে নেমে পড়েন। আর কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের উৎসাহিত করতে নিজ হাতে পাকা ধান কেটে মাড়াই করেন।

কৃষকদের উদ্দেশে এমপি জগলুল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রী সময়মত উন্নতমানের বীজ, সার, কীটনাশকের ব্যবস্থা করেছেন। আপনারা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে