সাতক্ষীরায় মেধাবী ছাত্রীর সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সম্প্রতি মেধাবী কলেজ ছাত্রী ছাবিকুন্নাহার রিফা সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা সতক্ষীরা সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে এসে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রী কাইজা ফিরোজ, রিজভী আহমেদ, আসাদুজ্জামান, সাজিদুর রহামান, দিসা, পিংকি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়র-মহাসড়কে অবৈধ যান চলাচলের কারনে আজ মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন্ স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে অগনিত মানুষ। সম্প্রতি অবৈধ যানের কারনে মেধাবী কলেজ ছাত্রী
ছাবিকুন্নাহারের জীবন দিতে হয়েছে। একের পর এক সড়ক দুর্ঘটনায় অগনিত মানুষের প্রাণ গেলেও বন্ধ হচ্ছেনা অবৈধ যান চলাচল। শিক্ষার্থীরা এসময় সারা দেশে অবৈধ যান বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। শিক্ষকদের মধে উপস্থিত ছিলেন, মোবাশ্বেরুলহক জৌতী, অমিত হালদার, ইকবাল কবির, শিখা রানী রায়, প্রদীপ কুমার দাস প্রমুখ। প্রসঙ্গতঃ সাতক্ষীরার ছফুরননেছা মহিলা কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী ছাবিকুন্নাহার রিফা গত ১২ নভেম্বর বৃহস্পতিবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে বাঁকাল ব্রীজ এলাকায় ব্যাটারী চালিত ইঞ্জিন ভ্যানের ধাক্কা মারাতœক আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় গত শনিবার সদর হাসপাতালে মারা যায়।
সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের হাফিজুর রহমানের কন্যা।
১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�