শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:১৩:১২

সাতক্ষীরায় আওয়ামী লীগ অফিস ভাংচুর ও আগুন

সাতক্ষীরায় আওয়ামী লীগ অফিস ভাংচুর ও আগুন

সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার তালা উপজেলার কৃষ্ণকাটি নতুন বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ অফিস ভাংচুর ও আগুন দেয়া হয়েছে। এতে বঙ্গবন্ধুর ছবিসহ অফিসের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
 
তালা থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুবৃর্ত্তদের হামলায় অফিসে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
 
জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দাশ বাপ্পী, এমএ গফফারসহ অনেকেই জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের দিন বৃহস্পতিবার রাতে দুবৃর্ত্তরা অফিস ভাংচুর করে ও আগুন লাগিয়ে পালিয়ে যায়।
 
এদিকে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা মোড়ল আব্দুর রশিদ এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।  

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে