শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮, ০১:৪৭:১৩

‘হটাৎ মনে হলো বউকে মেরে ফেলা উচিৎ, তাই জবাই করেছি’

‘হটাৎ মনে হলো বউকে মেরে ফেলা উচিৎ, তাই জবাই করেছি’

সাতক্ষীরা থেকে : কালিগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা করে থানায় আত্মসমর্পণকারী জালাল সানা(৪৯) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে জালাল সানা বলেন, রাতে হঠাৎ আমার মনে হয়েছে আমার বউকে মেরে ফেলা উচিৎ তাই ঘরের ভেতরে থাকা ধারালো দা দিয়ে জবাই করে আমার বউকে আমি মেরে ফেলেছি।

বিকালে সাতক্ষীরা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এম এ জাহিদ তার খাস কামরায় এ জবানবন্দি গ্রহণ করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবির দত্ত বলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জালাল সানা তার স্ত্রী দা দিয়ে জবাই করে হত্যা করে।

পরে সে থানায় আত্মসমর্পণ করে। পারিবারিক কবরস্থানে লাশ দাফনের পর নিহতের বাবা একই গ্রামের আনোয়ার মোড়ল বাদী হয়ে বুধবার রাতেই জালাল সানার নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার বিকেলে জালাল সানা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এমএ জাহিদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ সময় সে বিচারককের কাছে হত্যার চাঞ্চল্যকর কাহিনী বর্ণনা দেয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে