সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার কলারোয়া সীমান্তের সোনাই নদী থেকে এক বস্তা টাকা উদ্ধার করেছে বিজিবি। শনিবার বিকালে গাড়াখালী সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি নদী থেকে বস্তাটি উদ্ধার করা হয়।
নদীতে ভেসে এল একবস্তা টাকা, অতঃপর কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার রতন বলেন, বিজিবির টহল সদস্যরা সোনাই নদীতে একটি বস্তা দেখতে পেয়ে তা উদ্ধার করে।
পরে বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৮ বান্ডল দুই টাকার নোট পাওয়া যায়। গণনা করে দেখা যায় বান্ডলগুলোতে ৪৮ হাজার টাকা আছে।
এমটিনিউজ২৪/এম.জে/ এস