মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ১১:১৩:৪৬

সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার সময় জামায়াত শিবিরের ২৪ কর্মী গ্রেফতার

 সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার সময় জামায়াত শিবিরের ২৪ কর্মী গ্রেফতার

আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার সময় জামায়াত শিবিরের ২৪ কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদিকে মঙ্গলবার গভীর রাতে শহরের তিয়ানশি অফিসে গোপন বৈঠক করার সময় ১৮ জন জামায়াত শিবিরের কর্মীকে গ্রেফতার করেছে। কামালনগর এলাকায় সুলতান ভিলায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে চারটি হাতবোমা, বেশকিছু নাশকতা মুলক পরিকল্পনার বই ও জিহাদী কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এস আই ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনী জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১৪ জন শিবিরের ১০ কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করে। এর মধ্যে সদর থানায় ২২ জন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে