সাতক্ষীরা: সাতক্ষীরার পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ঘরের ভেতরের সব জিনিসপত্র পুড়ে ছাই হলেও অক্ষত অবস্থায় পাওয়া গেছে পবিত্র কোরআন। বৃহস্পতিবার সকালে তালা উপজেলার ভাগবাহ গ্রামের মৃত ওজিয়ার রহমানের ছেলে নাজমুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে আকস্মিক বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তালাবদ্ধ ঘরে আগুন ধরে যায়। বাড়িতে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর মধ্যে ঘরের ভেতরে থাকা কম্পিউটার, প্রজেক্টরসহ সব মালামাল পুড়ে যায়। তরে ঘরে অক্ষত অবস্থায় একটি কোরআন শরীফ পাওয়া যায়।
ঘটনাটি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ৪নং কুমিরা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, ৭নং ইউপি চেয়ারম্যান বাবু সুভাষ সেনসহ সকল ইউপি সদস্য।
বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেলেও একটি কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস