সাতক্ষীরা থেকে: সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী কামরুল ঢালীকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। তবে এই মামলার অপর তিন আসামী বেকসুর খালাস পেয়েছেন। বৃহস্পতিবার নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন। ইউএনবি।
এদিকে আসামি কোর্টে হাজিরা দিয়ে রায় বিপক্ষে যাবে বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে গেছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুল ঢালী শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের মৃত বাক্কার ঢালীর ছেলে। রায়ে বেকসুর খালাশ প্রাপ্তরা হলেন, একই এলাকার নাজির গাজী, মালিদা খাতুন ও মাহমুদ ঢালী।
মামলার বিবরণে জানা যায়, গত ২৪ জুলাই ২০০৯ সালে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে কামরুল ঢালী । পরে তার মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। লাশ ময়না তদন্ত শেষে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে শ্যামনগর থানায় চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু বলেন, ’স্ত্রী হত্যার দায়ে বিজ্ঞ আদালত স্বামীকে ফাঁসির আদেশ প্রদান করেছেন। বাকি তিন জনকে বেকসুর খালাস প্রদান করেন। এ ঘটনায় প্রধান আসামি কোর্টে হাজিরা দেয়ার পর রায় বিপক্ষে যাবে বুঝতে পেরে আদালত চত্ত্বর থেকে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।’
এমটি নিউজ/প্রতিনিধি