মাছখোলা গ্রাম থেকে সাড়ে চারশ কচ্ছপ উদ্ধার,আটক ৪
আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সাড়ে চার’শ পিচ কচ্ছপসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের ফজল কারিগরের বাড়ি থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, রবরগুনা জেলার গুবরীরচরের কমল চন্দ্র শীল, সাতক্ষীরার লক্ষীদাড়ী গ্রামের ইসলাম ঢালী এবং গাঙনী গ্রামের হাফিজুর রহমান ও কৃষ্ণ বাছাড়। উদ্ধারকৃত কচ্ছপের মুল্য প্রায় পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, বাংলাদেশে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে অবৈধভাবে কচ্ছপগুলো এনে ফজর সরদারের বাড়ীতে রাখা হয়েছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এতে সাড়ে চারশ’ কচ্ছপসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�