সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ২৭জন গ্রেফতার
আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার সময় জামায়াত শিবির ও বিএনপি’র ২৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এর মধ্যে জামায়াতের ৬ জন শিবিরের ২ জন ও বিএনপি’র দুইজন নিয়মিত মামলার ১৭ জন আসামী রয়েছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এস আই ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনী জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানায় ১০ জন, কলারোয়ায় দুইজন, তালায় চারজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে একজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।
২৬নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�