বুধবার, ২৩ মে, ২০১৮, ০৯:৪৯:১৭

মৃত্যুর কাছে হার মানল বিরল রোগে আক্রান্ত মুক্তামনি

মৃত্যুর কাছে হার মানল বিরল রোগে আক্রান্ত মুক্তামনি

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত মুক্তামণি মারা গেছে। বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতেই মৃত্যু হয় ১২ বছর বয়সী শিশুটির।

মুক্তামণির নানা ফকির আহমেদ বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

গতবছর মুক্তামনির রোগের কথা নিয়ে দেশব্যাপী সকল গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর তার চিকিৎসার দায়িত্ব নেয় প্রধানমন্ত্রী। মুক্তামণির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠনসহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গেও যোগাযোগ করেছে ঢামেক কর্তৃপক্ষ। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর হাতের অবস্থা কিছুটা ভালো হলে তাকে এক মাসের জন্য গ্রামের বাড়িতে আসার অনুমতি দেয়া হয়।

কিন্তু বাড়ি ফিরে আসার পর আবারো হাতের অবনতি হতে থাকে। প্রতিবার ড্রেসিংয়ের সাথে সাথে বড় বড় পোকা বেড়িয়ে আসতে থাকে মুক্তামনির। অসহ্য যন্ত্রনায় দিন কাটানো সেই মুক্তামনি অবশেষে সকল মানুষের চোখের জল ফেলে মৃত্যুকেই বরন করে নিল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে