শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৬:৪৬:১৯

বিএসএফএর গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর

 বিএসএফএর গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর

আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি : আইনি প্রক্রিয়া শেষে বিজিবি ও বিএসএফ’র উপস্থিতিতে ভারতীয় পুলিশ সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের বিপরীতে তারালি এলাকায় বিএসএফএর গুলিতে নিহত দুই বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে তলুইগাছা সীমান্তের চারাবাড়ি নোমান্সল্যান্ড এলাকায় ভারতের স্বরুপনগর থানা পুলিশ বাংলাদেশি গরু রাখাল আব্দুল খালেক ও নজরুলের লাশ সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতের স্বরুপনগর থানার এস আই অজিত ভট্টাচার্যের কাছ থেকে এ সময় বাংলাদেশের পক্ষে নিহত দুই বাংলাদেশি গরু রাখালের লাশ গ্রহণ করেন সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক ও কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু। এ সময় তলুইগাছা বিজিবি ক্যাম্প কমান্ডার হায়দার আলি ও ভারতের আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিনোদ কুমারসহ কয়েকজন বিজিবি ও বিএসএফ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক জানান, নিহত নজরুল ও খালেকের মরদেহ সাতক্ষীরায় আনার পর আইন প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য ঃ বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় বিএসএফএর ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে গুলি ছুড়লে ঘটনাস্থলে বাংলাদেশি গরু রাখাল সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের শের আলী বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম (৩৫) ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে খালেক সরদার (৪০) নিহত হন। সীমান্তের মেইন পিলার ১৩ এর সাবপিলার ৩ থেকে ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। পরে বেলা ১২ টায় ভারতের স্বরুপ নগর থানার পুলিশ নিহত দুই বাংলাদেশীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট হাসপাতালে পাঠান। এনিয়ে বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের চারাবাড়ি নোমান্সল্যান্ড এলাকায় বিজিবি ও বিএসএফ’র মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পত্কা বৈঠকে বিএসএফ এ ঘটনায় দঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা আর ঘটবে না। বিএসএফ আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ দ্রুত হস্তান্তর করা হবে। এর এক দিন পর শুক্রবার বিকেল ৫টায় তারা আইনগত প্রক্রিয়া শেষে দুই বাংলাদেশীর লাশ হস্তান্তর করলো ভারতীয় পুলিশ। ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে