বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮, ০৩:০৭:০০

শিশু হত্যায় হাতি আটক করলো পুলিশ

শিশু হত্যায় হাতি আটক করলো পুলিশ

সাতক্ষীরা: হাতির পায়ে তলায় পিষ্ট হয়ে সাতক্ষীরার তালা উপজেলায় জিহাদ হোসেন (১২) এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার সকাল আটটার দিকে তালা উপজেলার গঙ্গারামপুর পাঁকা ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,হাতিটা পাঁকা ব্রীজের নিকট বাঁধা ছিল। অনেক লোকের সাথে জিহাদ ও হাতি দেখতে সেখানে দাড়িয়ে ছিল। হাতিটা হঠাৎ পাশে দাড়িয়ে দেখতে থাকা শিশুটিকে শুড় দিয়ে পেচিয়ে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে। নিহত জিহাদ গঙ্গারামপুর গ্রামের হাসান গাজীর ছেলে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হাতিটিকে আটক করে। তবে হাতির মাহুত পালিয়ে গেছে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে