বুধবার, ০১ আগস্ট, ২০১৮, ০১:০৮:৪২

মৃত স্বামীর লাশ নিয়ে টানাটানি করেছেন দুই স্ত্রী, অতঃপর...

মৃত স্বামীর লাশ নিয়ে টানাটানি করেছেন দুই স্ত্রী, অতঃপর...

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে মৃত স্বামীর লাশ নিয়ে টানাটানি করেছেন দুই স্ত্রী। তাদের দ্বন্দ্বের কারণে গত দুদিনেও স্বামীর লাশ দাফন করা হয়নি। স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে কোনো সুরাহা করতে না পেরে ফিরে আসতে বাধ্য হন। অবশেষে বিষয়টা মীমাংসার জন্য আদালতে দারস্থ হয়। 

এরপর মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক কলারোয়া থানা পুলিশকে ইয়ার আলীর লাশ দাফনের জন্য নির্দেশ দেন। এরপর বিকেলে কলারোয়া থানা পুলিশের তত্ত্বাবধানে লাশ দাফনের উদ্যোগ নেয়া হয়।

মৃত ওই ব্যক্তির নাম ইয়ার আলীর (৭৫)। পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী। তার বাড়ি কলারোয়া পৌর শহরের মির্জাপুর গ্রামে।

স্থানীয়রা জানান, ইয়ার আলী মারা যাওয়ার পর বড় স্ত্রী জোহরা বেগম ও ছোট স্ত্রী সাহিদা বেগমের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে।

বড় স্ত্রীর অভিযোগ, ছোট স্ত্রীকে তার স্বামী সম্পত্তি বেশি দিয়েছেন। কিছুদিন আগে ছোট স্ত্রী ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নিয়েছেন। এছাড়া ৭০ বিঘা সম্পত্তির অধিকাংশ জমি তার ছোট স্ত্রীকে লিখে দিয়েছেন ইয়ার আলী। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে বড় স্ত্রী তার স্বামীর লাশ দাফন করতে বাধা দেন। বড় স্ত্রীর চার মেয়ে দুই ছেলে ও ছোট স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে