বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৯:৫১

সাতক্ষীরায় ভূয়া চিকিৎসক গ্রেফতার, এক বছরের সাজা

সাতক্ষীরায় ভূয়া চিকিৎসক গ্রেফতার, এক বছরের সাজা

আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় হোমিও এবং অ্যালাপ্যাথিকের ওষুধ তৈরির সরঞ্জামসহ সুমন কুমার নামে এক ভূয়া চিকিৎসক ও তার একসহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেল ৫ টার দিকে শহরের উত্তর কাটিয়া এলাকার জনৈক আলমের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের এক বছরের সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সুমন কুমার জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের নির্মল সরকারের ছেলে ও তার সহযোগী আব্দুর রউফ শহরের মধ্যকাটিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে। সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইনামুল হক জানান, গ্রেফতাকৃতরা ২০০৭ সাল থেকে শহরের উত্তর কাটিয়ার জনৈক আলমের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রকারের ভূয়া ওষুধ ও লেবেল তৈরি করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নকল ওষুধ ও লেবেল জব্দ হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক শাহ আব্দুল সাদী তাদেরকে এক বছরের সাজা প্রদান করেন। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে