দেবহাটায় ওয়ান শ্যূটার গানসহ মাস্তান গফুর গ্রেফতার
আব্দুর রহমান মিন্টু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যূটার গানসহ আব্দুল গফুর ওরফে মাস্তান গফুরকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার ভোররাতে দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল গফুর ওই গ্রামের মৃত কালু হাজীর ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, গ্রেফতার আব্দুল গফুর দুর্ধর্ষ সন্ত্রাসী। ভোররাতে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�