সড়কে রশি টাঙ্গিয়ে মোটর সাইকেল ছিনতাই!
সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা তালা সড়কে রশি টাঙ্গিয়ে মোটর সাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে। এ সময় গাড়ীর চালককে বেধড়ক পিঠিয়েছে ছিনতাইকারীরা। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তালা-খলিলনগর-কপিলমুনি সড়কের রহিমাবাদ নুরুল্লাপুর লক্ষন ঘোষের আম বাগান পাশে এ ঘটনা ঘটে। গাড়ীর চালক আনিস সরদার (৫০) বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে তালা উপজেলার বারুইহাটি গ্রামের রাজআলী সরদারের ছেলে। এদিকে মটর সাইকেলের যাত্রী শিক্ষক জিয়াউর রহমানের পকেটে থাকা ১৩ হাজার ২শ’ টাকা নিয়ে তাকেও মারপিট করা হয়।
মটর সাইকেল চালক আনিস সরদার জানান, তিনি শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তালা থেকে খলিলনগর যাচ্ছিলেন। পথিমধ্যে রহিমাবাদ নুরুল্লাপুর আম বাগানে টারনিং মোড়ে এলাকায় পৌঁছালে ৮/১০ জনের ছিনতাইকারী দল সড়কে রশি টাঙ্গিয়ে গতিরোধ করে। একপর্যায়ে তিনি মোটর সাইকেল থেকে পড়ে যায়। এ সময় তাকে লোহার রড ও লাটি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ছিনতাইকারীরা। পরে রাস্তার পথচারীরা তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তালা থানার সেকেন্ড অফিসার (এসআই) আব্দুস সবুর বলেন,বিষয়টি নিয়ে কেউ এখনও অভিযোগ করেনি। তবে রহস্য ঘেরা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডা. আসাদুজ্জামান জানান, আনিস সরদার রাত ১২ টা ১০ মিনিটে ভর্তি হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে।
৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস